যশোর কারবালা পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেটের ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে কমিটির সভাপতি হয়েছেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম শাহীন। গত ২২ ডিসেম্বর বাংলাদেশ ওয়াকফ প্রশাসক অতিরিক্ত সচিব মোঃ ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে এক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে কারবালা জামে মসজিদে জুম্মার নামাজ শেষে এ কমিটির ঘোষণা করা হয়। এসময় সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
এ কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, টুকু চৌধুরী,বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন রেভিনিউ ডেপুটি কালেক্টর যশোর, মাওলানা নাসিরুল্লাহ, কোষাধ্যক্ষ সহকারী ভূমি কমিশনার (যশোর সদর),সদস্য যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবীদ ড. এএসএম আশিকুজ্জামান,বিএনপি নেতা গোলাম রেজা দুলু, সাবেক মেয়র মারুফুল ইসলাম, বিএনপি নেতা আবুল বাশার সাইফুদ্দৌলা, মফিদুল হক রাজু, আতাউল্লাহ, রিয়াজ উদ্দিন, শাহিনুর হোসেন ঠান্ডু,
রাশেদ আব্বাস রাজ, শাজাহান আলী খোকন, মোঃ আব্দুল হক, মোঃ মাহমুদ হোসেন সিদ্দিক, শাহাদত হোসেন, রিফিত রহমান, সেলিম উদ্দিন খান, এস এম সাব্বির হোসেন মিঠু, মোঃ সিরাজুল ইসলাম মানিক, সাংবাদিক জুয়েল মৃধা, সায়েম সিদ্দিকী, বাবু পাটোয়ারি ও সোহেল মাসুদ হাসান টিটো।
No comments:
Post a Comment