বেনাপোল-ঢাকা রুটে যুক্ত হল নতুন ট্রেন, শিডিউল বিপর্যয় অতিরিক্ত ট্রেনের দাবিতে মানববন্ধন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, December 24, 2024

বেনাপোল-ঢাকা রুটে যুক্ত হল নতুন ট্রেন, শিডিউল বিপর্যয় অতিরিক্ত ট্রেনের দাবিতে মানববন্ধন



 র্দীঘদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণ হল বেনাপোল অঞ্চলের মানুষের।নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুযোগ সৃষ্টিতে তারা বেশ আনন্দিত।

মঙ্গলবার ‘রুপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রী নিয়ে পদ্মাসেতু হয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে গেল।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস চলাচল উদ্বোধন করেন।

বেনাপোল থেকে মাত্র পৌনে ৪ ঘন্টায় ঢাকা যাওয়া যাবে এই আনন্দে ভাসছে বেনাপোলবাসী।২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ছাড়ার কথা থাকলেও ৪টা ৪০ মিনিটে উদ্বোধনের পর ৪টা ৫০মিনিটে লোকাল যাত্রীসহ ৯২৭ জন যাত্রী নিয়ে বেনাপোল থেকে ছেড়ে গেল রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি জানান রেলওয়ের বেনাপোল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে বেনাপোল ও খুলনায় নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হল মঙ্গলবার।

বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’এক্সপ্রেস সাপ্তাহিক এক দিনের বিরতি রেখে যাতায়াত করবে। নতুন এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকা পৌঁছানো যাবে।

বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘন্টা ৩৫ মিনিট সময় লাগে।পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল নতুন রুটে যাত্রীদের বেনাপোল যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে।

৮২৭/৮২৮ ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় ছেড়ে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছেছে। বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে।এই ট্রেনটির বিরতি স্টেশন যশোর জংশন,নড়াইল,কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন।

ট্রেনের আসন সংখ্যা ৭৬৮ এবং সাপ্তাহিক বন্ধ সোমবার।২১ ডিসেম্বর রাত ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে।

৭৬৮ আসনের ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ার ৪৫৫, স্নিগ্ধা ৭৫৫, এসি সিট ৯০৫ এবং এসি বার্থের ভাড়া এক হাজার ৩৫৫ টাকা।সব শ্রেণির ভাড়ার সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে।

এদিকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে বেনাপোল থেকে ছেড়ে যাবে। এই ট্রেনটি যশোর জংশন, মোবারকগজ্ঞ,কোর্টচাদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা,আলমডাঙ্গা,পোড়াদহ, কুষ্টিয়া,রাজবাড়ি,ফরিদপুর,ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাচ্ছে।

বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর মতিয়ার রহমান বলেন,স্বল্প সময়ে ট্রেনে আরামদায়ক ভ্রমণে যাত্রীর সংখ্যা যেমন বাড়বে তেমনি আমদানিকৃত পণ্য এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য কম সময়ে ঢাকায় পৌছে যাবে।ফলে নানা দিক থেকে উপকৃত হবেন এ অঞ্চলের মানুষ।

বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান,বর্তমানে বেনাপোল রেল স্টেশন থেকে ঢাকা-বেনাপোল রুটে ‘বেনাপোল এক্সপ্রেস’, খুলনা-কলকাতা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’ও খুলনা-বেনাপোল রুটে ‘বেতনা এক্সপ্রেস’ সার্ভিস চালু রয়েছে। আগে বেনাপোল এক্সপ্রেস যমুনা সেতু হয়ে ঢাকায় যেত। ২ নভেম্বর থেকে পদ্মা পাড়ি দিয়ে বেনাপোল এক্সপ্রেস ঢাকায় চলাচল শুরু করেছে। পদ্মা পাড়ির সুযোগে রেল ভ্রমণে যাত্রীর সংখ্যা সামনের দিনে আরও বাড়বে। নতুন ‘রুপসী বাংলা’ এক্সপ্রেস চালু হলে ঢাকা-বেনাপোলের দূরত্ব ও সময় অর্ধেকে নেমে আসবে।রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি প্রথম দিনেই দেরিতে ছাড়ায় যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad