যশোরে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ ১৬ বছর পর জামায়াতের সম্মেলন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, December 26, 2024

যশোরে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ ১৬ বছর পর জামায়াতের সম্মেলন

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার শুক্রবারের কর্মী সম্মেলনে দেড় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন সংগঠনটির জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

লিখিত সংবাদ সম্মেলনে জানানো হয়,দীর্ঘ ১৬ বছর পর যশোরে জামায়াতের সর্ববৃহৎ সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময়ে জামায়াতকে কোন রাজনৈতিক কর্মকাণ্ডে প্রচার-প্রচারণা করতে দেওয়া হয়নি। পতিত ফ্যাসিস্ট সরকারের অনুসারিরা জামায়াতের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালিয়েছে ও মিথ্যা মামলার আসামি করেছে। তাদের অত্যাচার নির্যাতনে যশোরের মানুষ অসহায় হয়ে পড়েছিল।

যশোরে এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া সম্মেলন চলবে দুপুর পর্যন্ত।অনুষ্ঠানে জামায়াতের আমীর আগামীর নতুন বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানান নেতৃবৃন্দ।

এদিকে,জামায়াতের কর্মী সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে এক ধরণের উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে অনুষ্ঠান স্থল শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রস্তুতের কাজ শেষ হয়েছে। মোড়ে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্পের স্টল। এখান থেকে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াদের চিকিৎসা সেবা দেয়া হবে। এ কর্মী সম্মেলন ঈদগাহ ময়দান ছাড়াও শহরের টাউনহল ময়দান ও দড়াটানা মোড়ে বড় স্ক্রিনে দেখানো হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad