সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের দখল ও পাল্টা দখল নিয়ে সংঘর্ষ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, December 17, 2024

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের দখল ও পাল্টা দখল নিয়ে সংঘর্ষ


 

সাভারে গণস্বাস্থ্য নগর হাসপাতাল দখল ও পাল্টা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এক পক্ষ গণস্বাস্থ্য কেন্দ্রের দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়। এর ফলে হাসপাতালের কর্মী, চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

এ বিষয়ে জানা যায়, সাবেক ট্রাস্টি নাজিম উদ্দিন ও তার সঙ্গীরা সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতাল দখল করার জন্য সেখানে আসেন। এ সময় কর্তব্যরত কর্মীদের ওপর আক্রমণ চালানোর অভিযোগ ওঠে। পরবর্তীতে, কর্মীরা সংঘবদ্ধ হয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে প্রতিরোধ গড়লে উত্তেজনা সৃষ্টি হয়।

এক কর্মী জানান, “তারা হঠাৎ করে আমাদের ওপর আক্রমণ চালায়। আমরা প্রতিবাদ জানাতে গেলে আমাদের শারীরিকভাবে হেনস্তা করা হয়। এর ফলে আমাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এ ধরনের ঘটনায় রোগী ও চিকিৎসকরা ভীত হয়ে পড়েছেন। আমরা চাই দ্রুত এই পরিস্থিতির সমাধান হোক।”

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ তাদের হস্তক্ষেপের মাধ্যমে কয়েকজনকে আটক করে। তবে, ট্রাস্টি নাজিম উদ্দিন ও তার সঙ্গীরা পালিয়ে যান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং গণস্বাস্থ্য কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ সোহেল রানা জানান, “বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রে পুলিশ পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও হাসপাতালের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।”

এদিকে, এই ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad