চট্টগ্রামের হাজারী গলিতে হামলার ঘটনায় আটক ৮০ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

ads

a1

Wednesday, November 6, 2024

চট্টগ্রামের হাজারী গলিতে হামলার ঘটনায় আটক ৮০



 চট্টগ্রামের হাজারী গলিতে যৌথবাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় ৮০ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের টাস্কফোর্স-৪ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মো. ফেরদৌস আহমেদ।

আজ বুধবার দুপুরে নগরীর দামপাড়ায় ৩৪ ইইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্রিগেড কার্যালয়ে যৌথবাহিনীর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় মো. ফেরদৌস আহমেদ বলেন, ফেসবুকে ইসকন বিরোধী পোস্ট দেওয়া নিয়ে ওসমান আলী নামে এক ব্যবসায়ীকে হত্যা ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার উদ্দেশ্যে ৫০০-৬০০ দুর্বৃত্ত জড়ো হয়। এ সময় খবর পেয়ে জানমাল ও গণপিটুনি রোধে যৌথবাহিনী ঘটনাস্থল হাজারী গলিতে যায়। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর অ্যাসিড নিক্ষেপ ও ইটপাটকেল কাঁচের বোতল ছুঁড়ে মারে। এতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যসহ ১২ জন আহত হন। বর্তমানে তাদের সম্মিলিত সামরিক হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্নেল ফেরদৌস আহমেদ আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে ৯টা থেকে রাতভর অভিযানে ৮০ জনকে আটক করা হয়।

এদিকে ঘটনার পর আজ সকাল হতে হাজারী গলিতে থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কিত সাধারণ মানুষ। বন্ধ রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠান। তদন্তের স্বার্থে দোকানপাট সিলগালা করা হলেও, তদন্তের পর তা শিগগিরই খুলে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad