যশোর শহরতলী বালিয়াঙ্গা মান্দিয়া-বটতলা মান্নান পাগলের আস্তানায় অশ্লীল নাচ, গান, মদ-জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয়রা তাদের ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত ১৫-১৬ বছর ধরে বালিয়াঙ্গা মান্দিয়া-বটতলা মান্নান পাগলের আস্তানায় বিভিন্ন অশ্লীল কার্যকলাপ চলছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এসব কার্যকলাপের প্রতিবাদ করলেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
এছাড়া মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, মেলার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় হওয়ায় কিছু স্বার্থান্বেষী মহল এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এর আগে, ফতেপুর ইউনিয়ন ইমাম পরিষদ মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্মারকলিপি প্রদান করেছে।
No comments:
Post a Comment