৩ নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

ads

a1

Saturday, November 2, 2024

৩ নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান


 

ঘোষণার পরও কাঁচাবাজারে পলিথিন পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার মনিটরিং করতে গিয়ে এ চিত্র দেখে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।

ক্রেতা ও বিক্রেতাদের মতে, বিকল্পের অভাবে তারা পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন।

এদিকে, পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে আগামী ৩ নভেম্বর থেকে উৎপাদন কারখানাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়।

তপন কুমার বলেন, “মানুষের অভ্যাস পরিবর্তনে সময় লাগবে, তবে পলিথিন বন্ধের কার্যক্রম চলবে।”

তিনি আরও জানান, “মনিটরিংয়ের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সরকার কাজ করছে। ৩ নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান শুরু হবে এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এছাড়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে একটি ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে এ কমিটি গঠন করা হয়। 


কমিটির আহ্বায়ক হিসেবে আছেন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব, এবং সদস্য হিসেবে রয়েছেন যুগ্মসচিব, উপসচিব ও সিনিয়র সহকারী সচিব।

No comments:

Post a Comment

Post Bottom Ad