শুক্রবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা দিবসটি উদযাপন করেছে। যুব দিবসের থিম ছিল "দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"। এ লক্ষ্যে, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সংস্থাটি বৃক্ষ রোপণের কর্মসূচি পালন করে।
যশোরের বেনাপোল সড়কের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি। তিনি জানান, সংগঠনটি ধাপে ধাপে যশোর জেলার বিভিন্ন স্থানে মোট ১,০০০ গাছ রোপণ করবে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা।
সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি বলেন, "আমরা ভাস্কর্য নির্মাণের পরিবর্তে ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বৃক্ষ রোপণ ও জনসেবামূলক কাজ করে যাচ্ছি। আমাদের এই উদ্যোগের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যশোরকে সবুজায়িত করতে চাই।"
No comments:
Post a Comment