এইচএসসির পুনর্মূল্যায়নে যশোর বোর্ডে ৬৬ হাজার আবেদন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, October 25, 2024

এইচএসসির পুনর্মূল্যায়নে যশোর বোর্ডে ৬৬ হাজার আবেদন

 


এ বছরের এইচএসসির পুনর্মূল্যায়নে পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে ৬৬ হাজার আবেদন জমা পড়েছে যশোর বোর্ডে। বোর্ড কর্তৃপক্ষ ১৫ অক্টোবর যে ফলাফল ঘোষণা করেছে সেটি মানতে পারেনি এসব পরীক্ষার্থী। এ কারণে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই আবেদন করেছে। এর অর্ধেকের বেশি আবেদন পড়েছে ইংরেজিতে। যশোরে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এবারই সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়েছে।

যশোর বোর্ডের ইতিহাসে এ বছর রেকর্ড সংখ্যক ৬৬ হাজার ৫৮ আবেদন জমা হয়েছে। আর এ তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা বিভাগ। সর্বোচ্চ আবেদন জমা পড়েছে ইংরেজির দু’পত্রে। যশোর বোর্ড প্রতিষ্ঠার পর এবার সবচেয়ে আবেদন জমা পড়লো।

পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নে জন্য বাংলা প্রথম পত্রে পাঁচ হাজার ২৯৪, দ্বিতীয় পত্রে পাঁচ হাজার ২৯৪, ইংরেজি প্রথম পত্রে ১৮ হাজার ৯৫১, দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৯৫১, অর্থনীতি প্রথম পত্রে ৯২, দ্বিতীয় পত্রে ৯২, সমাজ বিজ্ঞান প্রথম পত্রে ৩০, দ্বিতীয় পত্রে ৩০, যুক্তিবিদ্যা প্রথম পত্রে ৮৯, দ্বিতীয় পত্রে ৮৯, মনোবিজ্ঞান প্রথম পত্রে পাঁচ, দ্বিতীয় পত্রে পাঁচ, ভূগোল প্রথম পত্রে ৮৮, দ্বিতীয় পত্রে ৮৮, পরিসংখ্যান প্রথম পত্রে এক, দ্বিতীয় পত্রে এক, আরবি প্রথম পত্রে এক, দ্বিতীয় পত্রে এক, পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে তিন হাজার ৯৮৯, দ্বিতীয় পত্রে তিন হাজার ৯৮৯, রসায়ন প্রথম পত্রে ২১, দ্বিতীয় পত্রে ২১, জীব বিজ্ঞান প্রথম পত্রে ২০, দ্বিতীয় পত্রে ২০,

কৃষি শিক্ষা প্রথম পত্রে ২১, দ্বিতীয় পত্রে ২১, ইসলাম শিক্ষা প্রথম পত্রে ১৯, দ্বিতীয় পত্রে ১৯, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ৬৪৭, দ্বিতীয় পত্রে ৬৪৭, উচ্চতর গণিত প্রথম পত্রে ৩৩, দ্বিতীয় পত্রে ৩৩, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে ৫০, দ্বিতীয় পত্রে ৫০, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রে ১০০, দ্বিতীয় পত্রে ১০০, সমাজ কর্ম প্রথম পত্রে ৩০, দ্বিতীয় পত্রে ৩০, গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রে সাত ও দ্বিতীয় পত্রে সাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ছয় হাজার ৯৭৪, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে পাঁচ ও দ্বিতীয় পত্রে পাঁচ, উৎপাদন ব্যবস্থাপনা ও মার্কেটিং প্রথম পত্রে ১৩ ও দ্বিতীয় পত্রে ১৩, ফাইন্যান্স, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স প্রথম পত্রে ১২ ও দ্বিতীয় পত্রে ১২, ইতিহাস প্রথম পত্রে ২৪ ও দ্বিতীয় পত্রে ২৪ টি আবেদন জমা পড়েছে।

এইচএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশে আটটি সাধারণ বোর্ডের মধ্যে যশোর বোর্ডের অবস্থান সপ্তম।

No comments:

Post a Comment

Post Bottom Ad