যশোর ডিবি পুলিশের একদল চৌকষ ফোর্স ঢাকার যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করে আনলো পল্লী বিদ্যুতের চুরি যাওয়া ২০ লক্ষাধিক টাকার মালামাল। এসব মালামালের মধ্যে রয়েছে ৮টি ট্রান্সফরমার বডি, প্লেট, জিআই তার-৭০ কেজি ও আরও কিছু প্রয়োজনীয় বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতি। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দুজন হলেন-কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের আবুল শেখের ছেলে মোঃ আল-আমিন (১৯) ও মাদারীপুর এপি-পশ্চিম ধোলাইপার আমিনুল হকের বাড়ির ভাড়াটে মোঃ শাহীন মিয়া (২৪)।
যশোর ডিবি পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে-গত ৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের যেকোন দিন ঝিকরগাছার বাঁকড়া বাকড়া বাজারে পল্লী বিদ্যুতের সাব-কন্ট্রাকটার জনৈক আজগার আলীর ভাড়া করা গোডাউন থেকে ২০ লাখ ২২ হাজার টাকার বৈদ্যুতিক সংযোগ স্থাপনের মালামাল চুরি হয়।
এই সংক্রান্তে আজগর আলী বাদী হয়ে এজাহার দায়ের করেন। ঝিকরগাছা থানায় মামলা নং-১৪ তাং-২৮/১০/২০২৪খ্রিঃ ধারা-৪৬১/৩৮০/৩৪ পেনাল কোড রুজু হয়।
মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় তদন্তের দায়িত্ব পায় ডিবি। তদন্তের নির্দেশ পেয়ে ইন্সপেক্টর দেবব্রত এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল-মামুন, এসআই মফিজুল ইসলাম, পিপিএমসহ একটি চৌকষ টিম অভিযান চালিয়ে আল-আমিন নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুতের লেবার হিসেবে কাজ করে আসছিলেন। তিনি পাটকেলঘাটার আরেক সাব-কন্ট্রাকটার আল-আমিনের সাথে যোগসাজসে বাদীর গোডাউনে সংরক্ষিত ২০ লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে ঢাকা যাত্রাবাড়ির সালাহউদ্দিনের আয়রন ঘরে বিক্রি করেন। তাদের স্বীকারোক্তিতে ঢাকার যাত্রাবাড়ির শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবতীয় মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
No comments:
Post a Comment