যশোরে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাসস - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, October 23, 2024

যশোরে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাসস


 যশোরে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়ালেন এক পুলিশ কর্মকর্তা। শুধু মিষ্টিমুখ নয় এসময় তিনি কৃতি শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট তুলেদেন। পরে তাদেরকে সামাজিক সচেতনতামূলক পরামর্শ দেন তিনি। তার এমন উদ্যোগে খুশি শিক্ষার্থরা।

বুধবার বেলা ১২ টায় শহরের পৌর পার্কের মাঠে এ সংবর্ধনা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলামের প্রতিষ্ঠা করা সচেতন সামাজিক সংস্থা (সাসস) যশোর জেলা কমিটি। এসময় যশোরের বিভিন্ন কলেজ থেকে উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে তাদের সামাজিক সচেতনতানমূলক পরামর্শ দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, নিজেরা সচেতন হবো অন্যকে সচেতন করবো এই শ্লোগাণে ফেসবুকে একটি স্টাটাস দিয়ে শিক্ষার্থীদের দাওয়াত দেওয়া হয়। আজকের শিক্ষার্থীরা আগামীর ভবিষৎ। এই বার্তা দিতেই আজকের আয়োজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এইচএসসি উত্তির্ণ হওয়ার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে। তারা যেন তাদের এই বয়সে কোন ভুল পথে পা না বাড়ায়। তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে। এধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশুনায় আরো বেশী আগ্রহী হবেন বলে মনে করে আমন্ত্রিত অতিথিরা।
সাসস জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার মীর মঈন হোসেন মুসা, ছাত্র সমাজ এম কলেজ এর সমন্বয়ক দেবব্রত দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সাসস জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ।

No comments:

Post a Comment

Post Bottom Ad