যশোর রেলস্টেশনে কাগজের বাক্সে পাওয়া গেল নবজাতকের লা*শ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, October 17, 2024

যশোর রেলস্টেশনে কাগজের বাক্সে পাওয়া গেল নবজাতকের লা*শ

 


যশোরের রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে একটি কাগজের বাক্সে পাওয়া গেল নবজাতকের লাশ। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে যশোর রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের সংলগ্ন প্ল্যাটফর্ম থেকে একটি কাগজের কাটুন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে জিআরপি পুলিশ। এ ঘটনায় খুলনা জিআরপি থানায় একটি সাধারণ জিডি হয়েছে।

যশোর জিআরপি পুলিশের ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস বলেন, দুপুরের দিকে স্থানীয় প্ল্যাটফর্মের ওপর থেকে একটি কাগজের কার্টুনে রাখা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। একটি বাঁশ পাতা রঙের বড় কাগজের কাটুনে মরদেহটি আটকানো ছিল। সকাল আনুমানিক ৭টার দিকে একজন লোক কার্টুনটি হাতে নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ওভারব্রিজের পাশে বসে অবস্থান করে। সিসি ফুটেজের মাধ্যম থেকে দেখা গেছে-প্রায় ঘন্টাখানেক ওই ব্যক্তি সেখানে অবস্থান করার পর কাগজের বাক্সটি রেখে যান। দুপুর আনুমানিক ২ টার পর প্লাটফর্মে থাকা ট্রেন যাত্রীদের সন্দেহ হলে তারা পুলিশকে বিষয়টি জানান। তারপর কাগজের বক্সে পাওয়া নবজাতকের সুরাতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় খুলনা জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad