র্যাব ও ডিবি পুলিশের আলাদা অভিযানে ১৪২ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকরা হলো, শার্শার পাঁচভুলট গ্রামের সিদ্দিক মোড়লের ছেলে সোহেল রানা, নুর মোহাম্মদ মন্ডলের ছেলে শাহজাহান কবির ও সোহরাব হোসেন খোকনের ছেলে নাহিদ হাসান এবং কন্যাদহ গ্রামের আলী হোসেনের ছেলে রুবেল।
র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফ্লাইট লে. রাসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সোমবার রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা যশোর শহরতলীর পুলেরহাট বাজারের জাহিন মেডিকেল হলের সামনে অভিযান চালান। এ সময় তারা সেখান থেকে ৮২ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেন। এদের মধ্যে সোহেল রানার কাছে থাকা ব্যাগের ভেতর ওই ফেনসিডিল পাওয়া যায়।
ডিবি পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত গীভর রাতে এসআই নুর ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাটস্থ জনৈক পলাশের দোকানের সামনে অভিযান চালান। এ সময় সেখান সন্দেহজন ভাবে রুবেলকে আটক ও তার কাছ থেকে থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
No comments:
Post a Comment