শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (১১ অক্টোবর) কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্ম মতে, কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী।
এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। তাই শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়।
যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে বেলা সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় কুমারী পূজা। এবছর কুমারী হিসেবে যশোর শহরের বেজপাড়া এলাকার অতনু চক্রবর্তীর ৩বছরের মেয়ে অবিত্রিকা চক্সবর্তী ত্রিধামুর্তিকে পূজা করেছেন ভক্তরা।
কুমারী উমার মাধ্যমে দেবীকে আরধনা করতে পেরে খুশি রামকৃষ্ণ আশ্রমে আসা ভক্তরা।
No comments:
Post a Comment