ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বললেন কমলা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, October 23, 2024

ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বললেন কমলা

 


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। সেই সঙ্গে ট্রাম্পের ‘অস্থিরতা’ ক্রমাগত বাড়ছে উল্লেখ করে ভোটারদের সতর্ক করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (২৩ অক্টোবর) পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আয়োজিত এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে কথা বলেন কমলা 

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য উপযোগী কিনা -- এমন একটি প্রশ্নের উত্তর ভোটারদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল কমলার কাছে। তিনি তখন সাবেক জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের প্রতি প্রীতির কথা উল্লেখ করে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন।
 
নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভোটারদের উদ্বেগের প্রসঙ্গ টেনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘তারাও আমাদের গণতন্ত্রের কথা ভাবেন। তারা যুক্তরাষ্ট্রে এমন কোনো প্রেসিডেন্ট চান না, যিনি স্বৈরশাসকদের প্রশংসা করেন এবং নিজে ফ্যাসিবাদী।’
সিএনএনের এ অনুষ্ঠানে অংশ নিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কয়েকজন সাবেক প্রশাসনিক কর্মকর্তার বক্তব্য তুলে ধরেন। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভাইস প্রেসিডেন্টসহ এসব কর্মকর্তা এরই মধ্যে তার বিরুদ্ধে মত দিয়েছেন। তারা বলেছেন, এ নেতার আবারও প্রেসিডেন্ট হওয়াটা ঠিক হবে না।
কমলা বলেন, ‘তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অবমাননা করেছেন। তারা এটাও বলেছেন যে, তার (ট্রাম্পের) আর কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ঠিক হবে না।
কমলা মনে করেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মঙ্গল ও নিরাপত্তার জন্য বিপজ্জনক।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সর্বশেষ এক জরিপে দেখা যায়, জনপ্রিয়তায় ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ এগিয়ে আছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad