উচ্চ আদালতে জামিন পেলেন যশোরের ফিঙে লিটন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, October 29, 2024

উচ্চ আদালতে জামিন পেলেন যশোরের ফিঙে লিটন


 যশোরের আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে। এরআগে ৪ সেপ্টেম্বর আত্মগোপন থেকে বেরিয়ে তিনি যশোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন বিচারক জামিন নামঞ্জুর না করে কারাগারে পাঠান।

তিনি যশোর শহরের বারান্দীপাড়ার বদর উদ্দিন খন্দকারের ছেলে।

আজ সোমবার (২৮ অক্টোবর) টানা ১ মাস ২৪দিন পর আনিসুর রহমান লিটনের জামিননামা উচ্চ আদালত থেকে যশোর আদালতে আসার পর সেটি যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তার কয়েদী নং-৭৬১৩/এ। জামিননামা পত্রে পুরো নাম আনিছুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন উল্লেখ রয়েছে। 

মামলা সূত্র-এস.টি.সি- ২০৫/২০০০,কোতয়ালী থানার মামলা নং-৩৮, তারিখ-১৩/০৬/১৯৯৯, জি.আর- ৫২৩/১৯৯৯, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(চ)।

মহামান্য হাইকোর্ট ক্রিমিনাল মিস নং-৫০৪০১/২০২৪, বিজ্ঞ স্পেশাল ট্রাইব্যুনাল জজ, চতুর্থ আদালত, যশোর এর স্মারক নং-৬২৯ তারিখ- ২৮/১০/২০২৪ মোতাবেক বর্ণিত বন্দির জামিননামা ও ছাড়পত্র যশোর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। যাচাই-বাছাই শেষ হলে তিনি কারামুক্ত হবেন।

জানা যায়-‘১৯৯৯ সালে অস্ত্র আইনের একটি মামলায় লিটনের ১০ বছর সাজা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি দেশে ফিরে ৪ সেপ্টেম্বর যশোরের একটি আদালতে আত্মসমর্পণ করেন।

তার আইনজীবী বিএম অনিক ইসলাম সেই সময় আদালতে আত্মসম্পর্ণের সত্যতা নিশ্চিত করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad