যশোরের আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে। এরআগে ৪ সেপ্টেম্বর আত্মগোপন থেকে বেরিয়ে তিনি যশোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন বিচারক জামিন নামঞ্জুর না করে কারাগারে পাঠান।
তিনি যশোর শহরের বারান্দীপাড়ার বদর উদ্দিন খন্দকারের ছেলে।
আজ সোমবার (২৮ অক্টোবর) টানা ১ মাস ২৪দিন পর আনিসুর রহমান লিটনের জামিননামা উচ্চ আদালত থেকে যশোর আদালতে আসার পর সেটি যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তার কয়েদী নং-৭৬১৩/এ। জামিননামা পত্রে পুরো নাম আনিছুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন উল্লেখ রয়েছে।
মামলা সূত্র-এস.টি.সি- ২০৫/২০০০,কোতয়ালী থানার মামলা নং-৩৮, তারিখ-১৩/০৬/১৯৯৯, জি.আর- ৫২৩/১৯৯৯, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(চ)।
মহামান্য হাইকোর্ট ক্রিমিনাল মিস নং-৫০৪০১/২০২৪, বিজ্ঞ স্পেশাল ট্রাইব্যুনাল জজ, চতুর্থ আদালত, যশোর এর স্মারক নং-৬২৯ তারিখ- ২৮/১০/২০২৪ মোতাবেক বর্ণিত বন্দির জামিননামা ও ছাড়পত্র যশোর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। যাচাই-বাছাই শেষ হলে তিনি কারামুক্ত হবেন।
জানা যায়-‘১৯৯৯ সালে অস্ত্র আইনের একটি মামলায় লিটনের ১০ বছর সাজা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি দেশে ফিরে ৪ সেপ্টেম্বর যশোরের একটি আদালতে আত্মসমর্পণ করেন।
তার আইনজীবী বিএম অনিক ইসলাম সেই সময় আদালতে আত্মসম্পর্ণের সত্যতা নিশ্চিত করেন।
No comments:
Post a Comment