ভেকুটিয়ায় সন্ত্রাসী সাগরকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা,ভেঙে গেছে দুই পা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

ads

a1

Monday, October 7, 2024

ভেকুটিয়ায় সন্ত্রাসী সাগরকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা,ভেঙে গেছে দুই পা


 

আরবপুর ইউনিয়নের দুর্ধর্ষ অস্ত্রবাজ ক্যাডার সাইফুল ইসলাম সাগরকে (৩৫) হাতুড়ি পেটা করেছে এলাকার লোকজন। পূর্ব শত্রুতার জের ধরে আজ সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় দিয়া ভেকুটিয়া বাজার থেকে ৪/৫ জন তাকে ধরে নিয়ে হাতুড়ি পেটা করে। এতে তার দু’পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় রাত ৮ টায় স্থানীয়রা তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

হাতুড়িপেটার শিকার সাগর জানিয়েছেন, সে অস্ত্র মামলায় ৭ মাস জেল হাজত খেটে ১০/১৫ দিন আগে জামিনে বের হয়েছেন। বাড়িতেই তিনি সময় কাটাচ্ছিলেন। আজ বাড়ি থেকে বালিয়া ভেকুটিয়া বাজারে আসলে ৪/৫ জন তাকে ধরে মারপিট করে। সাগর বালিয়া ভেকুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি আরও বলেন-এলাকার মাদক ব্যবসায়ীরা তাকে মারপিট করেছে।

অন্যদিকে, স্থানীয়রা জানান-তারা সাগরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে এসেছেন। তারা শুনেছেন স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে ফেলে রেখেছিল। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এ কে এম সুজায়েত হোসেন জানিয়েছেন তার দু’পা ভেঙে গেছে। 

No comments:

Post a Comment

Post Bottom Ad