জলাবদ্ধ ভবদহের পানি দ্রুত সরানোর দাবিতে মানববন্ধন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, September 29, 2024

জলাবদ্ধ ভবদহের পানি দ্রুত সরানোর দাবিতে মানববন্ধন

 


জলাবদ্ধ ভবদহ এলাকা থেকে দ্রæত পানি সরানোর দাবি জানিয়েছেন বানভাসী মানুষেরা। গতকাল রোববার (২৯সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভবদহ জলাবদ্ধ এলাকার তিন শতাধিক নারী-পুরুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে বিল কপালিয়ায় দ্রæত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) চালু ও আম ডাঙা খাল সংস্কারের দাবি জানানো হয়। গাজী ইকবাল কবীরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালী, সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ^াস,সাধন বিশ^াস, কানু বিশ^াস,অভয়নগর বিএনপির সাধারণ সম্পাদক ডবিøউ কাজী, অভয়নগর উপজেলা জামাতের আমীর সরদার মো. শরীফ হোসেন, উপজেলা ইমাম পরিষদের সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান, মিজানুর রহমান, বশির উদ্দিন, মিতা বেগম, কলেজ শিক্ষার্থী মহিব্বুল্লাহিল মহিদ, অপিয়া অলিদ প্রমুখ। বক্তারা বলেন, বৃষ্টির পানি ও যশোর শহর থেকে আসা পানিতে ভবদহের ব্যাপক এলাকার দুই শতাধিক গ্রামের বাড়িঘর, স্কুল, কলেজ, রাস্তা ঘাট, ধর্মীয় উপসানলয় এখন পানির তলে। তলিয়ে গেছে কয়েক হাজার মাছের ঘের। ভেসে গেছে ফসলি জমি। বিল গুলোতে প্রতিদিন বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এলাকায় দুই লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। মানববন্ধন থেকে দ্রুত পানি সরানোর কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে আগামী ছয় অক্টোবর রোববার ভবদহ দিবসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুসিয়ারী দেওয়া হয়। এসময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবতী হাজির হয়ে জলাবদ্ধতা থেকে দ্রæত মুক্তি পেতে করণীয় সব কিছু করার আশ্বাস দেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad