হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ৪ দিনের রিমান্ডে - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, September 11, 2024

হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ৪ দিনের রিমান্ডে

 


চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এদিকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আজ বিকেলে সিএমএম আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad