গত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল,৩ সেপ্টেম্বরের গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, August 25, 2024

গত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল,৩ সেপ্টেম্বরের গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ

  


গত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো। এতে আরও বলা হয়, তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

No comments:

Post a Comment

Post Bottom Ad