অটো পাসের দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, August 17, 2024

অটো পাসের দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন


 অটো পাসের দাবিতে যশোরে এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

শনিবার (১৭ আগস্ট) সকালে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশের চলমান অচল অবস্থার কারণে অনেক শিক্ষার্থী ঠিকমতো লেখাপড়া করতে পারেননি। সেই সঙ্গে আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী অহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। অনেকে হাসপাতালের বিছানায় এখনও ছটফট করছেন। এই অবস্থায় কোনোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব না।

তারা আরও বলেন, আগামী মাসে যে পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়েছে, তাতে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না। এজন্য করোনাকালীন সময়ের মতো অটো পাসের দাবি জানাই।

No comments:

Post a Comment

Post Bottom Ad