যশোরে ছুরিকাঘাতে স্বর্ন ব্যবসায়ি আহত - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, August 13, 2024

যশোরে ছুরিকাঘাতে স্বর্ন ব্যবসায়ি আহত

 


যশোরে গৌতম কুমার সূত্রধর (৫৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শহরের রেল রোড আর্দদ্বিন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহত গৌতম শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার দুলাল চন্দ্র সূত্র ধরের ছেলে। গৌতম ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌতম একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি যশোর বড় বাজারে স্বর্ণকার পট্টির হ্যাভেন জুয়েলার্সের মালিক। দোকানের কাজ শেষে বাসায় ফেরার সময় সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে যশোর রেল রোড আদ্দিন হাসপাতালের সামনে পৌঁছুলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেছন থেকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত জখম হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভাল। তিনি আশঙ্কা মুক্ত।


No comments:

Post a Comment

Post Bottom Ad