যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাঁধন চৌধুরীকে(২১) ছুরিকাঘাত করে জখম করেছে নড়াইল রুটের লোকাল বাসের সুপারভাইজার। শুক্রবার রাত টার দিকে শহরের মনিহার মোড়স্ত নড়াইল বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
আহত বাঁধন চৌধুরী সদর উপজেলার চুড়ামকাঠি খিতির দিয়া গ্রামের মনির চৌধুরীর ছেলে ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহত বাঁধন জানান, নড়াইল ভিক্টোরিয়া কলেজের সামনে থেকে যশোরে আসার জন্য শুক্রবার সন্ধ্যায় মাকে নিয়ে লোকাল বাসে ওঠে। বাসটি রাত পৌনে আটটার দিকে যশোর মনিহারের সামনে নড়াইল স্টান্ডে এসে থামে। তখন বাসের ভাড়া নিয়ে সুপারভাইজারের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুপারভাইজার লোহার ধারালো জিনিস দিয়ে বাঁধনের গলায় আঘাত করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জরুরি বিভাগের চিকিৎসা বিচিত্র মল্লিক জানিয়েছেন, আহত বাঁধনের গলার বাম পাশে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ড ভর্তি করা হয়েছে।
No comments:
Post a Comment