জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধার উপর হামলা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, August 11, 2024

জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধার উপর হামলা


 যশোরে ব্যক্তিগত বিরোধের জের ধরে হামলার শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুস সেলিম। অসুস্থ অবস্থায় তিনি যশোর সিএমএইচের আইসিইউ-তে ভর্তি আছেন। অভিযোগের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

৭ আগস্ট সকালে দেশের বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে এই হামলায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাটি ঘটেছে যশোর শহরের পালবাড়ি এলাকায়।

এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুস সেলিমের ছোট ছেলে আবিদ হাসানও গুরুতর আহত হয়েছেন।
আহত আবিদ হাসান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী মোর্শেদ আলী এবং তার ছেলে মেহেদি মাহিন এই হামলা চালান। তাদের এলোপাথাড়ি আঘাতে মুক্তিযোদ্ধা আব্দুস সেলিম ড্রেনের স্ল্যাবে পড়ে পাজরের দুটি হাড় ভেঙে যায়। ছোট ছেলে আবিদ হাসানও মাথায় আঘাত পান। খবর পেয়ে স্থানীয়রা এসে তাদেরকে হাসপাতালে নেন। এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আমরা অভিযোগটি পেয়েছি। আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad