যশোরে শিক্ষার্থীদের মাঝে "স্মার্ট মুজিবিজম" প্লাটফর্মের QR কোড সম্বলিত ক্লাস রুটিন বিতরণ করেছে ছাত্রলীগ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, April 28, 2024

যশোরে শিক্ষার্থীদের মাঝে "স্মার্ট মুজিবিজম" প্লাটফর্মের QR কোড সম্বলিত ক্লাস রুটিন বিতরণ করেছে ছাত্রলীগ

 


মুজিব আদর্শকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্মার্ট উপায়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে "স্মার্ট মুজিবিজম" প্লাটফর্মের QR কোড সম্বলিত ক্লাস রুটিন স্কুল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে যশোর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।


এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আবেদীন, জাহিদ হাসান, রিয়াজ উদ্দীন রেজা, মোঃ আশিকুর রহমান, আলভী কবির, নাইম হাসান, তানভীর হাসান খালিদ, সানজিদ হাসান অনিক, অর্ঘ্য ইসলাম দ্বীপ, জাবের বিশ্বাস, গালীব হোসেন।


ছাত্রলীগ নেতা অয়ন সুর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-দর্শন, নীতি-আদর্শ, কর্ম ও নেতৃত্ব; সকল গুণাবলীর মধ্যেই আদর্শ মানুষ ও সুনাগরিক হওয়ার সকল উপাদান নিহিত রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্মার্ট মাধ্যমে ছড়িয়ে দিতে "স্মার্ট মুজিবিজম" প্লাটফর্মটি সৃষ্টি করা হয়েছে। 


ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দীন রেজা বলেন, প্রজন্মের স্বপ্নের আঁতুরঘর, তারুণ্যের ভালোবাসা আর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সৃজনশীল সারথি যশোর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা, স্কুল শিক্ষার্থীদের মাঝে "স্মার্ট মুজিবিজম" এর QR কোড সম্বলিত ক্লাস রুটিন বিতরণ করেছি। বাড়িতে গিয়ে বাবা/মায়ের স্মার্টফোনে QR কোডটি স্ক্যান করে একজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির পিডিএফ পড়া অথবা অডিওবুক শোনার মাধ্যমে মুজিব আদর্শ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।



No comments:

Post a Comment

Post Bottom Ad