যশোরে একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী কারবালার মোকলেছুর রহমান ভুট্টোকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার তাকে আটকের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাপস কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের গোলাম মোস্তফা কোতোয়ালি থানায় চাঁদাবাজি মামলা করেন। এ মামলায় কাউন্সিলর জাহিদ হোসেন মিলনসহ সাতজনকে আসামি করা হয়। বাদীর অভিযোগ মোবারককাটি গ্রামে তার একটি পুকুর রয়েছে। অভিযুক্তরা সেই পুকুরে মাছ চাষে বাধা দেয় ও তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এরই মধ্যে তাকে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকাও আদায় করা হয়। পরে ফের টাকা দাবি করে খুন জখমের হুমকি দেয়া হয়েছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাপস জানান, মামলার তদন্তে উঠে আসে এ চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলো ভুট্টো। এ কারণে তাকে এ মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
No comments:
Post a Comment