মূল্য তালিকা প্রদর্শন না করায় যশোর শহরের কাঠেরপুল এলাকার তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর। শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম।
দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানিক দল শহরের কাঠেরপুল এলাকায় অভিযান চালায়। এ সময় মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ বিফ হাউজ, মদিনা ফল ঘর ও শাহাজাহান ভ্যারাইটিস স্টোরকে এক হাজার টাকা করে তিনহাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। একই সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ ও বিক্রয় রশিদ প্রদান করার নির্দেশনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য ও কৃষি বিপণন বাজার পরিদর্শক কুতুব উদ্দিন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
No comments:
Post a Comment