যশোর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, February 29, 2024

যশোর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলা

  


যশোর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও যশোর জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি বাড়িতে দুষ্কৃতিকারীরা হামলা ও ভাংচুর চালিয়েছে। বুধবার দিনগত রাত ১২টা ৫৫মিনিটে শহরের পুরাতন কসবা কাজীপাড়া আবু তালেব সড়কের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা।

সিসি টিভির ফুটেজ থেকে দেখা গেছে, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলির বাড়ির সামনে একটি মোটরসাইকেটে তিন জন্য এসে দাঁড়ায়। দু’জন মোটসাইকেল থেকে নেমে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তার বাসার তিনটি জানালার বাইরের অংশের গ্লাস ভেঙ্গে যায়। এতে কোন হতহাতের ঘটনা ঘটেনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছে।


সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি বলেন, নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার প্রচারণা করছি। এদিন ফতেপুর ইউনিয়ন থেকে প্রচার প্রচারণা চালিয়ে বাসায় আসি। রাতে পরিবারে সদস্যদের নিয়ে গল্প করছিলাম। এসময় বাইরে বিকট শব্দ হয়। যেহেতু আমাদের বাসা পুরানো। ছাদ ভেঙ্গে গেছে ভেবে দৌড়িয়ে ছাদে যাই।

এসময় বাইরে থেকে চিৎকার করে একজন বলে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। বাইরে আসতে আসতে তারা পালিয়ে যায়। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এক মোটরসাইকেলে তিনজন এসে এ হামলা চালায়। এতে বাসার তিনটি জানালার বাইরের অংশের গ্লাস ভেঙ্গে যায়। তিনি আরো বলেন, সামনে নির্বাচন। এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। পুলিশ প্রশাসন তদন্ত চালাচ্ছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।

No comments:

Post a Comment

Post Bottom Ad