যশোরে গত ২৪ ঘন্টায় সখিনা বেগম নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩৩ জন। সখিনা বেগম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। তার বাড়ি সদর উপজেলার মাগুরা গ্রামে।
এনিয়ে জেলায় এপর্যন্ত ১১ জনের মৃত্যু এবং মোট ২ হাজার ৫৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হলো।
এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৩৭৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৬৩ জন। সিভিল সার্জন বিপ্লব কান্তি রায় এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম অব্যাহত রয়েছে।
No comments:
Post a Comment