যশোরের ঐতিহ্যবাহী বি সরকার ঘূর্ণায়মান রঙ্গমঞ্চে নাটক ‘বরণ’ পরিবেশিত - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, October 6, 2023

যশোরের ঐতিহ্যবাহী বি সরকার ঘূর্ণায়মান রঙ্গমঞ্চে নাটক ‘বরণ’ পরিবেশিত

 


যশোরের ঐতিহ্যবাহী বি সরকার ঘূর্ণায়মান রঙ্গমঞ্চে পরিবেশিত হয়েছে নাটক ‘বরণ’। ইনস্টিটিউট নাট্যকলা সংসদের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় নাটকটি মঞ্চায়িত হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যদের বরণ করে নিতে ছিল এই আয়োজন। 

চঞ্চল কুমার সরকার নির্দেশিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন  এস এম আব্দুর রব, তপন সাহা, শ্রী লাল চৌধুরী শঙ্কু, শরিফুল আলম পারভেজ, শাহরিয়াজ বিশ্বাস সোহাগ, রাকিব উদ্দৌলা শুভ, শাহিন ইসলাম বিশাল, মিলন শেখ আপন, রহিম বাদশা, আনিসুজ্জামান পিন্টু, আব্দুর রহমান কিনা, চঞ্চল কুমার সরকার, নাজনীন আক্তার লাকি ও আলিকা সুলতানা লিটা। নাটকটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান টুকুন। নাটক শেষে মঞ্চে সাংস্কৃতি অনুষ্ঠান হয়। 

শুরুতে প্রজেক্টর এর মাধ্যমে যশোর ইনস্টিটিউটের সংক্ষিপ্ত ইতিহাস এবং প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়। দর্শক সারেিত বসে নাটকটি উপভোগ করেন পদাধিকার বলে প্রতিষ্ঠানটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার ।

No comments:

Post a Comment

Post Bottom Ad