যশোরে ইয়ুথ ফর স্মাইল যশোরের উদ্যোগে মানসিক স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, September 6, 2023

যশোরে ইয়ুথ ফর স্মাইল যশোরের উদ্যোগে মানসিক স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা


 মধুসূদন তারাপ্রসান্ন মাধ্যমিক বিদ্যালয় যশোরে ইয়ুথ ফর স্মাইল যশোরের উদ্যোগে আয়োজিত হয়ে গেলো মানসিক স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা।

যাশোর জেলায় মানসিক স্বাস্থ্য শিরোনামে মধুসূদন তারাপ্রসান্ন মাধ্যমিক বিদ্যালয় যশোরে আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার আয়োজিত হয়েছে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। এখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর স্মাইল - যশোর জেলা সংগঠনের সভাপতি ডা.তৌহিদুর রহমান শাকিল,সাধারণ সম্পাদক সায়িদ রাফিদ, সাংগঠনিক সম্পাদক এ বি সৌমিক আহমেদ সহ অন্যরা। এ বি সৌমিক আহমেদ জানিয়েছে,মানসিক অবসাদে আক্রান্ত রোগির সমস্যা দিন দিন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে,যার ফলে আত্মহত্যা ও মাদকাসক্তি হার বাড়ছে। শিক্ষার্থীদের সচেতন করার উদ্দেশ্য এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মধুসূদন তারাপ্রসান্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad