যশোর আর এনরোড থেকে চাকু সহ তিন যুবক আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, August 24, 2023

যশোর আর এনরোড থেকে চাকু সহ তিন যুবক আটক

 

যশোর ডিবি পুলিশ শহরের আর এনরোড এলাকায় অভিযান চালিয়ে চাকুসহ তিন যুবককে আটক করেছে। বুধবার রাত সাড়ে ১০টায় ডিবির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, নলডাঙ্গা এলাকার বাসিন্দা ও মণিরামপুর উপজেলার আটড়া বাকাবর্ষি গ্রামের মৃত খোকনের ছেলে আবু হোসেন, নলডাঙ্গা রোডের সামছুল হকের ছেলে শুকুর আলী ও শেখহাটি তমালতলা গ্রামের মতিয়ারের ছেলে বাবু হাসান।

এ ঘটনায় এসআই শাহিনুর রহামন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটককৃতরা এলাকায় দাপট খাটানোর জন্য চাকু নিয়ে জনতাকে ভীতি প্রদর্শন করছিলো।

No comments:

Post a Comment

Post Bottom Ad