গঠনতন্ত্র পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগের প্রমাণ থাকার পরও যশোর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইমরান হোসেনকে কেন এখনো স্বপদে বহাল রাখা হয়েছে, এবিষয়ে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এর কাছে জানতে চেয়েছে ছাত্রলীগের কর্মীরা।
সোস্যাল মিডিয়ায় ছাত্রলীগ কর্মীদের একটি পোস্ট ভাইরাল হতে দেখা যায়। পোস্টি এমন-
রাজনীতি ভীষণ সহজ!!!
নেতা হয়ে মিছিলে আসবেন না, মিটিং এ আসবেন না। সংগঠনের নিয়মিত সভায় উপস্থিতও থাকবেন না। কারণ দর্শানোর নোটিশ পেলেই বলবেন, আমাকে চিঠি দেওয়া হয়নি। সভাপতি-সম্পাদক সাংগঠনিক কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় করে না।
আপনি কোন মহারথি!!!
যশোর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইমরান হোসেন গঠনতন্ত্রে ২৩ এর (গ) উপধারা লঙ্ঘনের পরও কেন তার সদস্য পদ বহাল থাকবে সেটা আমরা যশোর জেলা ছাত্রলীগের পদ-পদবি পরিচয়হীন সকল কর্মীরা যশোর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি Salauddin Kabir Piash ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক Pollob Jaman ভাই এর কাছে জানতে চাই!
No comments:
Post a Comment