যশোরের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আবরাউল হাছান মজুমদার। সোমবার সকালে নবাগত জেলা প্রশাসক হিসেবে কালেক্টরেট ভবনে আসেন এবং নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন। বিদায়ী জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হলেন। এর আগে নবাগত জেলা প্রশাসককে দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী জেলা প্রশাসক।
আবরাউল হাছান মজুমদার নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একান্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। উপসচিব পদমর্যদার আবরাউল হাছান মজুমদার সদ্য বিদায়ী জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হলেন। সদ্য বিদায়ী জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব হিসেবে বদলী করা হয়েছে।
No comments:
Post a Comment