যশোরে পরকীয়ার জেরে আল-আমিন (৩০) নামে এক ইমারত শ্রমিক নিহত হয়েছে। আজ রবিবার (১৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (১৭ জুন) রাত ১টার দিকে ঝিকরগাছা উপজেলার সোহোরুপদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- ঐ গ্রামের আজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাড়ির সালামের মেয়ে পুতুলের সাথে প্রেম থাকায় পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে আল-আমীনের। এর জেরে আল-আমীনকে রাত আনুমানিক ১টার দিকে এসএমএস ছাদে ডেকে নিয়ে মেয়ের বাড়ির লোকজন এলোপাতাড়ি ভাবে মাথায় দা দিয়ে সজরে আঘাত করে পাশের একটি কলাবাগানে ফেলে রেখে চলে যায়। আজ সকালে স্থানীয় লোকজন উদ্ধার করে সকাল ৭টর দিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে পরে সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে।
No comments:
Post a Comment