কেশবপুরে কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ উদ্বোধন করেন এমপি শাহীন চাকলাদার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, June 18, 2023

কেশবপুরে কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ উদ্বোধন করেন এমপি শাহীন চাকলাদার

 


কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ৭২০ জন প্রান্তিক কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে কৃষি অফিস মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক মফিজুর রহমান, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad