বাইডেনের স্ত্রীকে সবুজ হীরা উপহার দিলেন মোদি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, June 22, 2023

বাইডেনের স্ত্রীকে সবুজ হীরা উপহার দিলেন মোদি


 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী এবং দেশটির ফার্স্ট লেডি জিল বাইডেনকে সবুজ হীরা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মোদি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিকে যে হীরা উপহার দিয়েছেন তা পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি। এটি সাড়ে সাত ক্যারেটের সবুজ হীরা। হীরাটি সৌর এবং বায়ুশক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাই হীরাটি পরিবেশবান্ধব।

অসাধারণ রত্ন পাথরটি একটি বাক্সে দেওয়া হয়েছে। বাক্সটি কর-ই-কলমদানি নামে পরিচিত, যাতে কাশ্মীরের চমৎকার কারুকার্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও বিশেষ উপহার দিয়েছেন মোদি। সূক্ষ্মভাবে হস্তনির্মিত চন্দন কাঠের বাক্স বাইডেনকে উপহার দিয়েছেন তিনি।

জো বাইডেন এবং জিল বাইডেন গতকাল বুধবার ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদির জন্য এক নৈশভোজের আয়োজন করেন। এ সময় মোদি উপহারগুলো বাইডেন ও তাঁর স্ত্রীর হাতে তুলে দেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad