বৃহস্পতিবার (২৫ মে ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমিরুল ইসলাম গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ২০:০০ ঘটিকায় শার্শা থানাধীন ছোট মান্দারতলা সাকিনস্থ খলিল নামীয় ব্রিজের অনুমান ৫০০ হাত দক্ষিণে ইলি গুলদারের ধান ক্ষেতের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আব্দুল জলিল (৩১), পিতা- আজগর গাজী, (২) আশিকুর রহমান (২৩), পিতামৃত- রফিকুল ইসলাম, উভয়সাং- হরিনাপুতা, থানা- শার্শা, জেলা-যশোরকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
No comments:
Post a Comment