যশোরে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশে এসে ছুরিকাঘাতে জখম এক যুবক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, May 26, 2023

যশোরে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশে এসে ছুরিকাঘাতে জখম এক যুবক

 


আজ শুক্রবার (২৬ মে) যশোর টাউন হল ময়দানে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশে এসে ছুরিকাঘাতে জখম হয়েছে মতি নামের এক যুবক। তিনি যশোর শহরের ষষ্টীতলা পাড়ার মৃত খোকনের পুত্র। তিনি নিজেকে পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমনের অনুসারি বলে দাবি করেছেন।  

আহত মতি বলেন, তিনি হাজী সুমনের সাথে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশে মিছিলে এসেছিলেন। গাড়ীখানার জীবন, আকাশ ও বিল্লালের নেতৃত্বে প্রথমে তাকে চেয়ার দিয়ে মারপিট, পরে তার নাভির পাশে চাকু ঢুকিয়ে দেয়। আক্রমণকারীরা দলীয় প্রতিপক্ষ-েএমন অভিযোগ মতির।  আহত মতিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলেছেন, তিনি শঙ্কামুক্ত।

No comments:

Post a Comment

Post Bottom Ad