১২ কেজি এলপিজির দাম কমল ২৪৪ টাকা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, April 2, 2023

১২ কেজি এলপিজির দাম কমল ২৪৪ টাকা

 


ভোক্তাপর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে প্রতিকেজি এলপিজির দাম পড়বে ৯৮ টাকা করে। এই নিয়ে টানা দ্বিতীয় মাসেও এলপিজি সিলিন্ডারের দাম কমানো হল।


রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। নতুন এ দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।

এসময়, নির্ধারিত নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলে সম্মেলনে জানানো হয়। এদিকে ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে।

তবে, পরিবর্তন হয়নি সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম। এর আগে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

No comments:

Post a Comment

Post Bottom Ad