যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর মার্চ মাসেও ধারাবাহিক সাফল্য অব্যাহত - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, April 10, 2023

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর মার্চ মাসেও ধারাবাহিক সাফল্য অব্যাহত

 


সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোর জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ফলস্বরুপ

সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোর গত মার্চ/২০২৩ মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়রেী

ভুক্ত ৩৬ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট ০৭(সাত) টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে।

ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ১১ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ১,১৪,৪০৫/=(এক লক্ষ চৌদ্দ

হাজার চারশত পাঁচ ) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া ১। যশোর কোতয়ালী থানার জিডি নং-১৯৮৮, তাং- ২৭/০২/২০২৩ মূলে নিঁখোজ ভিকটিম মায়মুনা মাজেত

মেঘা(১৬) (ছদ্মনাম) ২। যশোর চৌগাছা থানার জিডি নং-১২২৪, তাং- ২৫/০৩/২০২৩ মূলে নিঁখোজ ভিকটিম

সুরাইয়া আরিফিন জুথি(১৪) (ছদ্মনাম)কে উদ্ধারে সহায়তা করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad