বিশ্বে বাংলাদেশ একটি মডেল বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। গতকাল শনিবার ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা জানান।
আইএমএফ প্রধান বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা মডেল। কোভিডের পরও বাংলাদেশের অর্থনীতি সবল রয়েছে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জনের প্রশংসা করেন। এ ছাড়া অর্থনীতির স্থিতিশীলতারও প্রশংসা করেন।
পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় সময় শনিবার বিকেলে আইএমএফ প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দল নিয়ে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএমএফ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে নানা অর্জনের প্রশংসা করেন। বাংলাদেশ সরকারের ভিশন ও লিডারশিপ খুব গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক বলে উল্লেখ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
No comments:
Post a Comment