ঈদ উপলক্ষে যশোরে যুবলীগ নেতার খাদ্যপণ্য বিতরণ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, April 19, 2023

ঈদ উপলক্ষে যশোরে যুবলীগ নেতার খাদ্যপণ্য বিতরণ

 


যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় যশোরে ঈদের আগে খাদ্যপণ্য বিতরণ করেছেন জেলা যুবলীগ নেতা ও শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা দেবাশীষ রায়।

শহরের বেজপাড়া গয়ারাম রোড বালুর মাঠে তিন শতাধিক দুঃস্থ মানুষের মাঝে খাদ্যপণ্যের প্যাকেট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ।

এসময় দেবাশীষ রায় বলেন, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে যুবলীগই হবে অগ্রসৈনিক। প্রধানমন্ত্রী এবার ঈদে মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তার অংশ হিসেবে যুবলীগ এগিয়ে এসেছে। তাই এবার গরীবের ঈদ হাসি আনন্দে কাটবে।

ঈদ উপহার হিসেবে প্রতি ব্যাগে পোলাও চাল, সেমাই, চিনি ও তেলের বোতল দেওয়া হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা দেবাশীষ দাস দেবু, নিয়াজ মাহমুদ শাহীন, মহিদুল ইসলাম, সামিউল হক সাকিল, রেজাউল হক খান টিপু, সাদমান সৌমিক দ্বীপ, এমএম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসান অনিন্দ্যসহ অন্যরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad