যশোরে অজ্ঞানপার্টির সদস্যসহ চক্রের ২ সদস্য গ্রেফতার, ২টি ইজিবাইক ও ১টি মোটরসাইকেল উদ্ধার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, April 19, 2023

যশোরে অজ্ঞানপার্টির সদস্যসহ চক্রের ২ সদস্য গ্রেফতার, ২টি ইজিবাইক ও ১টি মোটরসাইকেল উদ্ধার


দুইটি পৃথক অভিযোগ প্রাপ্ত হয়ে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশে ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে

নেমে ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভি ফুটেজ পযালোচনা করে অজ্ঞাত ব্যক্তির ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ

করে গোপন তথ্যের ভিত্তিতে সনাক্ত পূর্বক এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই শফি

আহম্মেদ রিয়েল, এএসআই রঞ্জন কুমার সাহাদের সমন্বয়ে একটি চৌকশ টিম ইং ১৭/০৪/২০২৩ তারিখ বিকাল

১৭.৩০ ঘটিকার সময় মাইক পট্টি থেকে সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত ব্যক্তিকে সনাক্ত পূর্বক গ্রেফতার

করে তার দেওয়া তথ্য মতে উপরোক্ত ঘটনাস্থল পরিদর্শন করে এবং যশোরের পূর্ব বারান্দিপাড়া ও মাগুরা

মুহম্মদপুর থানাধীন আড়পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল ক্রেতা মোঃ নজরুল ইসলাম

খানকে গ্রেফতার করে উপরোল্লিখিত ০২টি পৃথক ঘটনার ০২টি ইজিবাইক উদ্ধার করা হয়। সে সময় মোঃ নজরুল

ইসলাম খানের হেফাজত থেকে আরো ১টি চোরাই সন্ধিগ্ধ মোটরসাইকেল জব্দ করে মোটরসাইকেল এর

ইঞ্জীন,চেসিস নাম্বারের তথ্য মতে জানা যায়. গাড়িটি ২৮/০৯/২০২১ তারিখে যশোরের সিতারামপুর তারা

মসজিদের সামনে থেকে মাগরিবের নামাজরত মুসল্লী শওকত এর মোটরসাইকেলটি চুরি হওয়া মোটরসাইকেল।

পৃথক ০৩(তিন)টি ঘটনা সংক্রান্তে পৃথক ০৩ জন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে পৃথক

পৃথক মামলা রুজু হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ, ধৃত অজ্ঞানপার্টির সদস্য আলী রেজা রাজু এর পিসি/পিআর যাচাই করে জানা

যায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ০৮টি অজ্ঞানসহ চুরি মামলা রয়েছে। পেশাদার আন্তঃজেলা

অজ্ঞানপার্টির সদস্য বলে জানা যায়। যশোর জেলাসহ আশ পাশ জেলায় খাদ্যদ্রব্যের সাথে চেতনা নাশক ঔষধ

মিশিয়ে ইজিবাইক ড্রাইভারসহ বিভিন্ন ব্যক্তিকে খাইয়ে অচেতন করে ইজিবাইক, মোটরসাইকেলসহ নগদ

টাকাসহ মুল্যবান জিনিসপত্র চুরি করার তথ্য প্রমান পাওয়া যাইতেছে। চেতনা নাশক প্রয়োগের ফলে কোন কোন

ব্যক্তি মৃত্যুবরণও করে থাকে মর্মে প্রতীয়মান হয়।

অজ্ঞানপার্টির মুল হোতাঃ আলী রেজা রাজু ওরফে জামাল এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তঃ ০৪টি স্ত্রী, যশোরে

বারান্দিপাড়ায় ১ বাসা, পুলেরহাটে ২টি বাসা ও ঝিকরগাছার লক্ষীপুরে ১টি বাসা। তার বিরুদ্ধে যশোর, কালীগঞ্জ,

ঝিকরগাছা, শৈলকুপা থানায় ১টি হত্যা মামলাসহ ৭টি অজ্ঞান পূর্বক চুরি মামলা রয়েছে।


গ্রেফতারকৃত আসামীর তথ্যঃ

১। আলী রেজা রাজু @ রাজু@ জামাল (৪৩), পিতা- মৃত রফিজ মোল্লা @ রফি@ রফিক, মাতা- মৃত শাফিয়া বেগম,

স্থায়ী সাং-লক্ষীপুর (পশ্চিমপাড়া), থানা-ঝিকরগাছা, জেলা-যশোর অস্থায়ী ঠিকানা : জনৈক জাহাঙ্গীর সাহেবের

বাসার ভাড়াটিয়া, পূর্ব বারান্দী কবরস্থান পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর (এনআইডি নং-১৯৪৭৯৭০৭২৭

জন্ম তারিখ: ২৫ অক্টোবর ১৯৮০খ্রিঃ) ২। মোঃ নজরুল ইসলাম খান (৪৮), পিতা- মোঃ ইব্রাহিম খান, মাতা-

মোছাঃ জবেদা খাতুন, সাং- আড়পাড়া, থানা- মুহম্মদপুর, জেলা-মাগুরা (এনআইডি নং-৭৭৭০৪৫১১৮০)

উদ্ধারকৃত আলামতঃ

১। ০২টি চোরাই ইজিবাইক

২। ০১টি চোরাই মোটরসাইকেল

৩। ০১টি ইজিবাইকের সাউন্ড সিস্টেম।

৪। নগদ= ১,০০,০০০/- টাকা।


No comments:

Post a Comment

Post Bottom Ad