আগামী ১৪ এপ্রিল যশোরে উদযাপন করা হবে বাঙালির ঐতিহ্যবাএী অনুষ্ঠান পহেলা বৈশাখ। আয়োজনের মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভা যাত্রা। যশোর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত পহেলা বৈশাখ উদযাপনে লক্ষ্যে প্রস্তুতি সভায় আলোচনা হয়েছে।
সভাপতির বক্তব্যে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, সকলের শতস্বর্তঃ অংশ গ্রহনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ উদযাপন কটা হবে। অনুষ্ঠান শুরু হবে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ সংগীত পরিবেশনের মধ্যদিয়ে। এঅনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা করবে পুলিশ প্রশাসন। পহেলা বৈশাখের অনুষ্ঠান উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানরা উদযাপন করবে।
এদিন জেলখানা, শিশুপরিবার, এতিমখানায় আয়োজন করবে সংশ্লিষ্টরা শিশু একাডেমিতে চিত্রাংকন, কুইজসহ সাংস্কৃতিক অনুষ্ঠান,। হাসপাতাল, কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন। বিভিন্ন অভিযাত বাঙালির খাবার পরিবেশন করব। অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফিরোজ কবীর বলেন, পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা মধ্যে পহেলা বৈশাখ উদযাপিত হবে। যেহেতু এটি নির্বাচনের বছর। কিছু কুচক্রী মহল অঘটন ঘটানোর চেষ্টা চালায়। সেই সাথে এক শ্রেনির মানুষ এধরনের আয়োজনকে মেনে নিতে চায় না।
এ কারনে সবাইকে সতর্ক থাকতে হবে। কিছু জানলে পুলিশকে জানাবে। যশোরের পৌরমেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ বলেন, পহেলা বৈশাখ উদযাপনে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার বলেন গত বছরের ন্যায় এবছর টাউন হল মাঠে সকল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
৯টায় মঙ্গল শোভা যাত্রা। সকল সাংস্কৃতিক সংগঠন, সরকারি,অফিস, শিক্ষা প্রতিষ্ঠান টাউন হল মাঠে যথাসময় উপস্থিত হয়ে শোভাযাত্রায় অংশ নেবে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস বলেন, গতবছরের ন্যায় এবছরও শিশু একাডেমির আয়োজন থাকনে। যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন দাবী জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল ও কারাগারে উন্নত মানের খাবার পরিবেশ করানো হোক।
চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল বলেন, গত বছর পহেলা বৈশাখে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশনের পরিবর্তে নিম্নমানের খাবার পরিবেশন করানো হয়। নাসিবের সভাপতি সাকির আলী বলেন, এর আগে কয়েক বছর ব্যবসায়ীরা ব্যবসা করতপ পারেনি। এবার পহেলা বৈশাখের মেলার আয়োজন করলে ব্যবসায়ীরা মেনে নেবেন না।
No comments:
Post a Comment