ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় এম.এম কলেজের প্রচার সম্পাদক নূর ইসলামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, April 2, 2023

ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় এম.এম কলেজের প্রচার সম্পাদক নূর ইসলামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

 


বিবা যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ নূর ইসলাম - কে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করেছে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।



উল্লেখ্য যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাধ্যমে ছাত্রীরা উত্ত্যক্তের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠে। কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামের নেতৃত্বে গভীর রাতে ছাত্রীনিবাসের সামনে গিয়ে ছাত্রীদের নাম ধরে চিৎকার-চেঁচামেচি, ক্যাম্পাসে আসা-যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করেন নেতা-কর্মীরা। এ ছাড়া মাসখানেক আগে পরীক্ষা চলাকালে এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এই নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর আজ নূর ইসলাম - কে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad