রবিবার যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ নূর ইসলাম - কে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করেছে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাধ্যমে ছাত্রীরা উত্ত্যক্তের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠে। কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামের নেতৃত্বে গভীর রাতে ছাত্রীনিবাসের সামনে গিয়ে ছাত্রীদের নাম ধরে চিৎকার-চেঁচামেচি, ক্যাম্পাসে আসা-যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করেন নেতা-কর্মীরা। এ ছাড়া মাসখানেক আগে পরীক্ষা চলাকালে এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এই নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর আজ নূর ইসলাম - কে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment