খেজুরের রস খেয়ে যশোরে ১০ জন হাসপাতালে - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, March 8, 2023

খেজুরের রস খেয়ে যশোরে ১০ জন হাসপাতালে

 


যশোর ঝিকরগাছায় খেজুরের রস খেয়ে দুই পরিবারের ১০জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার ১১টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন-উপজেলার অমৃতবাজার গ্রামের জোহর আলীর স্ত্রী ইসমিন (২৫), শুকুর আলীর ৫ বছরের শিশু জুনায়েদ, আক্তার হোসেনের স্ত্রী রোকেয়া (৪০), বৃদ্ধ আহম্মদ আলী (৬৫), ইমরান (২৪), ইয়াসিন (২৮), আব্দুর সামাদের স্ত্রী রওশন আরা (৪০), গৃহবধূ শিউলি (১৮), আক্তার আলীর শিশু কন্যা বিথি বিথী (৮) ও আহাদ (৪০)।



শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অপর একটি সূত্রের দাবি-হাসপাতালে ভর্তির কিছু সময় কোনো কিছু না জানিয়ে কেউ কেউ পালিয়েছে।


No comments:

Post a Comment

Post Bottom Ad