যশোরে জোড়া খুন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, March 31, 2023

যশোরে জোড়া খুন

 


যশোরে পৃথক ঘটনায় দু’যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার রাতে যশোর শহরের বারান্দীপাড়া এবং সদর উপজেলার ঘুরুলিয়ায় এ ঘটনা দুটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, মোটর পার্টস ব্যবসায়ী নাহিদ হাসান রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর শেখহাটি নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তিনি শহরের বারান্দীপাড়া এলাকায় পৌঁছুলে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে যশোর শহরতলীর ঘুরুলিয়া এলাকার বাসিন্দা ইউনুসের সাথে ছোট ভাই ইউসুফের বিরোধ বাঁধে। একপর্যায়ে রাত ৯ টার দিকে ছোট ভাই ইউসুফ বড় ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা ওয়ান নিউজকে বলেন, ইউনুসকে মুমূর্ষ অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত আসছে……

No comments:

Post a Comment

Post Bottom Ad