যশোরে জেলি পুশকৃত বিপুল পরিমাণ চিংড়ি জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, January 11, 2023

যশোরে জেলি পুশকৃত বিপুল পরিমাণ চিংড়ি জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

 


অস্বাস্থ্যকর জেলি পুশ করা ১২শ’ কেজি চিংড়ি উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা ধ্বংস করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। একটি যাত্রীবাহী বাসে করে এসব চিংড়ি সাতক্ষীরার শ্যামনগর থেকে যশোর হয়ে শেরপুরে নিয়ে যাওয়ার কথা ছিল।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত যশোর শহরের মণিহার মোড়ে তারা অস্থায়ী চেকপোস্ট বসান। এক পর্যায়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১২শ’ কেজি চিংড়ি উদ্ধার করেন। পরে সেগুলোতে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে এসব চিংড়িতে অস্বাস্থ্যকর জেলি পুশ করা। আইন অনুযায়ী এসব চিংড়ি তারা জব্দ করেন এবং পরিবহণের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায়ও করা হয়।

পরে যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, র‌্যাব যশোরের সিনিয়র কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সামনে এসব চিংড়ি ধ্বংস করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad