শুক্রবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্ত,গরীব,অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের যশোর পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি (পুনাক) সভানেত্রী ও জাতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক শ্রীমতি বিপ্লবী রানী ।
এসময় তিনি বলেন আমরা জেলা পুলিশের পাশাপাশি পুনাকের সদস্যরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা চেষ্টা করি সমাজের পিছিয়ে পড়া লোকেদের জন্য কিছু করার, মূলত তারেই ধারাবাহিকতায় আজকেই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী।
কর্মসূচীতে প্রায় ৩০০ জন শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমার্যাদার কর্মকর্তাগণ।
No comments:
Post a Comment